সাভারের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাভারের বেশ কয়েকটি মৌজাসহ পৌর এলাকার দক্ষিণ বক্তারপুর ও কাঞ্চনপুর মৌজায়ও বিএস জরিপের কাজ চলছে। ইতিমধ্যে এলাকা দুটিতে মাঠ পর্যায়ে ডিজিটাল জরিপের কাজ সম্পন্ন করছে। এখন সার্ভেয়ারদের পাঁচটি দল দখল ও মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে বাস্তবতার আলোকে রেকর্ডে জমির বর্তমান মালিকদের নাম তালিকাভুক্তির কাজ করছে।
শামসুল আলম বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। কিন্তু অভিযোগগুলো সত্য নয়।’
অভিযোগ সম্পর্কে সাভারের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আবু হাসান মো. গোলাম কিবরিয়া বলেন, ‘এলাকার টাউট-বাটপার চক্র প্রচণ্ডভাবে এসব করছে। এরা সাধারণ মানুষকে যেমনি হয়রানি করছে, তেমনি হয়রানি করছে জরিপসংশ্লিষ্ট ব্যক্তিদেরও। এরপরেও ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’