বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ৩৮তম আসরের চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এতে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫১তম স্থান অর্জন করেছে। দুটি দলই ছয়টি করে প্রোগ্রামিং সমস্যার সমাধান করে। ১৬ থেকে ২১ মে মরক্কোর মোহাম্মদ দ্য ফিফথ ইউনিভার্সিটি, আল আখওয়ান ইউনিভার্সিটি এবং মুনাদিয়াপলিস ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় শীর্ষস্থানে আছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইউনিভার্সিটি অব আইটি, মেকানিকস অ্যান্ড অপটিকস৷ গত বছরেও এই িবশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে এই দল ১৩টি সমস্যার মধ্যে সবগুলোর সমাধান করেছে। ১১টি সমস্যার সমাধান করে দ্বিতীয় হয়েছে মস্কো স্টেট ইউনিভার্সিটি৷ এ বিশ্ববিদ্যালয় গতবারও দ্বিতীয় হয়েছিল। ১১টি সমস্যার সমাধান করে সময়ের ব্যবধানে তৃতীয় হয়েছে দ্য ইউনিভার্সিটি অব টোকিও৷ সেরা ১২টি দলের তালিকায় আরও আছে সিংহুয়া ইউনিভার্সিটি (সমাধান ১০টি), পিকিং ইউনিভার্সিটি (১০টি), ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে (১০টি), ইউনিভার্সিটি অব জাগরেব (১০টি), চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ (১০টি), সাংহাই জিয়ো টং ইউনিভার্সিটি (১০টি), ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (১০টি), কোরিয়া ইউনিভার্সিটি (১০টি) এবং ইউনিভার্সিটি অব ওয়ারসো (নয়টি)৷মহাদেশ অনুযায়ী প্রতিযোগিতায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে সেরা হয়েছে দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব কায়রো, এশিয়া থেকে দ্য ইউনিভার্সিটি অব টোকিও, ইউরোপ থেকে সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইউনিভার্সিটি অব আইটি, মেকানিকস অ্যান্ড অপটিকস, লাতিন আমেরিকা থেকে ইউনিভার্সিটি ডি বুয়েনস এইরেস, উত্তর আমেরিকা থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে এবং দক্ষিণ প্যাসিফিকে সেরা হয়েছে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস৷