বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে শিগগিরই চালু হচ্ছে আন্তঃসড়ক যোগাযোগ। উপ-আঞ্চলিক সহযোগিতা বেগবান করতে পরস্পরের মধ্যে আন্তঃসড়ক নেটওয়ার্ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিতে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশ চারটি। আগামী ২৪ জুন এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে ভুটানের রাজধানী থিম্পুতে মিলিত হচ্ছেন প্রতিবেশী এ চার দেশের সড়ক পরিবহনের দায়িত্বে থাকা মন্ত্রীরা। শুক্রবার (২২ মে) ঢাকা-গোহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। চার দেশের এ ‘কানেক্টিভিটি’ আঞ্চলিক যোগাযোগ ও উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। গত সপ্তাহে ওবায়দুল কাদেরের ভারত সফরে দেশটির কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে সড়ক নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আশুগঞ্জ-আখাউড়া সড়ক চারলেনে উন্নীতকরণ ও রামগঞ্জ-সাবরুম সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ঢাকা-সিলেট-তামাবিল-ডৌকি-শিলং-গোহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধনের পর বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ ও ওবায়দুল কাদের এই পদক্ষেপ দু’দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেন।