সরকার দেশের স্বার্থে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা তৈরিতে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা ব্যবসা করতে ক্ষমতায় আসিনি। আমরা ব্যবসায়ী নই। আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করি। আর তাই তো নিজেদের সুবিধার জন্য নয়, দেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা তৈরি করে দিচ্ছি। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য আগামী বাজেটে প্রণোদনা দেওয়া হবে। কী দেওয়া হবে সে বিষয়ে এখন কিছু বলবো না। বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রীই জানাবেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের সমমর্যাদা প্রতিষ্ঠিত করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। একইসঙ্গে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও উন্নত করছে। প্রতিবেশী ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে রফতানির পাশাপাশি দেশেও বাজার সৃষ্টি করতে হবে। তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। আমাদের ব্যবসা-বাণিজ্য যতো বাড়বে, অর্থনৈতিক উন্নয়নও ততো দ্রুতগতিতে হবে। ভারতের সংসদে বহুল প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি বিল পাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সরকার এখন সেসব পদক্ষেপই বাস্তবায়ন করছে। শেখ হাসিনা বলেন, ছিটমহলবাসীদের দুর্দশার কথা চিন্তা করে বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালে এ চুক্তির উদ্যোগ নিয়েছিলেন। সেটা পঁচাত্তরের কালরাত পরবর্তী দুঃসময়ে বাস্তবায়ন হয়নি। এখন আমরা তার সেসব পদক্ষেপ বাস্তবায়ন করছি। এসময় স্থল সীমান্ত চুক্তি সম্পাদন করতে সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ায় ভারতের সংসদ সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে আমরা যেমন উদ্যোগ নিয়েছি, তেমনি এখন সীমান্তবাসীর খাবার, শিক্ষা, যোগাযোগসহ সব ধরনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।