কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীতে শুক্রবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ ছাত্রীর মৃত্যু হয়েছে।
এরা হলো- এইচএসসি পরীক্ষার্থী তাসতুজা (২০) ও তার ছোট বোন মাহফুজা (১৮) এবং এদের পাশের গ্রামের তানজিলা (২০)।
মাহফুজা ও তাসতুজা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে।
তারা দু’জনেই চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রী। তাসতুজা এবারের এইচএসসসি পরীক্ষার্থী এবং মাহফুজা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
অপরদিকে, তানজিলা উপজেলার এতবারপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
শুক্রবার বেলা পৌনে ১২টায় উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তৈয়ব আলী তার দু’ মেয়ে মাহফুজা ও তাসতুজাকে নিয়ে পাশের গ্রাম গোবিন্দপুরে বেয়াই আবদুর রশিদের বাড়িতে সুন্নতে খাতনার দাওয়াত খেতে যান।
সেখানে গিয়ে দুপুর পৌনে ১২টার দিকে মাহফুজা, তাসতুজা ও তানজিলা পাশের গোমতী নদীতে গোসল করতে যায়।
তিনজনের মধ্যে কেউই সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর প্রথমে তানজিলার লাশ পানিতে ভেসে ওঠে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুর দেড়টার দিকে মাহফুজা ও তাসতুজার লাশ নদীর পানিতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করে।
বুড়িচং থানার উপ-পরিদর্শক কাজী মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।