আগামী কাল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সপ্তাহব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি

আগামী কাল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সপ্তাহব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি

2009-11-20__front03আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিববার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ধারাবাহিক এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। বিকেল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও বুদ্ধিজীবীরা সভায় বক্তব্য রাখবেন। ১৭ মে ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর ২টা ৩০ মিনিটে ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ১৮ মে দুপুর ১২টায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে বিএমএ ভবন অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এদিন বিকেল ৪টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ১৯ মে সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিকেল ৪টায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হবে। ২০ মে সকাল ১০টায় কৃষক লীগের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২১ মে পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ২২ মে বিকাল ৩টা ৩০ মিনিটে বিজয় র‌্যালি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে র‌্যালিটি শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে ছিলেন। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরেন।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর