পুরুষেরা নীল বা ধূসর রঙের তুলনায় লাল রঙের পোশাক পরা অবস্থায় তুলনামূলক বেশি রাগী এবং কর্তৃত্ববাদী আচরণ করে। বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। ডারহাম বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা বলেন, লাল রং মানুষের মনোজগতে কিছু উদ্দীপনার সঞ্চার করে। আর নীল বা ধূসর রং পুরুষের মধ্যে আগ্রাসী প্রবণতা তৈরি করতে লালের চেয়ে কম কার্যকারিতা দেখাতে পারে। তাই রং দেখে পুরুষের আচরণে আগ্রাসী বা কর্তৃত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করার সুযোগ রয়েছে।