যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘সংঘাতের রাজনীতি করে দেশটাকে লেংড়া, লুলা বানিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না।’
তিনি এ সময় দেশবাসীকে বিএনপির ১২ মার্চের কর্মসূচিতে ভীত না হতে জানিয়ে বলেন, ‘আমাদের রাজনৈতিক সংকট এভাবে মাঝে মাঝে আসে, আবার সেটি সমাধানও হয়ে যায়।’
শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বান্দরবান সফররত যোগাযোগমন্ত্রী ওবায়দুর কাদের এসব কথা বলেন।
তিনি ১২ মার্চের বিএনপির কর্মসূচি সম্পর্কে বলেন, ‘১২ মার্চ খালেদা জিয়া সরকারের যে রূপরেখা সমাবেশের মাধ্যমে দেবেন, তা সংসদে এসে দিন। অন্তবর্তী সরকারের সেই মডেলটি সংসদে এসে যদি উপস্থাপন করেন, তাহলে আমরা আলাপ-আলোচনার মধ্য দিয়ে তা সমাধান করবো।’
এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৯টায় যোগাযোগমন্ত্রী বান্দরবান-রোয়াংছড়ি সড়ক পরিদর্শন করেন।
এ সময় তিনি সড়কটির বেহাল অবস্থা দেখে আগামী ৩ মাসের মধ্যে তা সংস্কারের নির্দেশ দেন। পরে তিনি স্থানীয় বৌদ্ধ ধাতু জাদী পরিদর্শন করেন।
সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওবায়দুল কাদের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর, এমপি ও শামসুল ইসলাম এমপি।
এ মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
যোগাযোগমন্ত্রী এসময় পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, ‘বহুকালের রক্তপাত, বহুকালের দীর্ঘশ্বাস, বহু কালের কান্না, এটা কি রাতারাতি ঠিক হবে? শান্তিচুক্তি যত দ্রুত বাস্তবায়িত হবে, শান্তির শত্রুদের, অশান্তির মিত্রদের, চক্রান্তের পথ তত সংকুচিত হবে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি অন্তর আর বিবেক দিয়ে বুঝতে হবে। এখানে বহুকালের সমস্যার সুন্দর সমাধান হয়েছে। চুক্তি দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এখানে বহুকালের অশান্তি ও অবিশ্বাস দূর করতে হবে।’
শুক্রবার বিকেলে যোগাযোগমন্ত্রী কক্সবাজারের উদ্দেশে বান্দরবান ত্যাগ এবং সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।