সরকার তথ্যপ্রযুক্তিতে অনেক অগ্রসর: স্পিকার

সরকার তথ্যপ্রযুক্তিতে অনেক অগ্রসর: স্পিকার

spekerজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার তথ্য প্রযুক্তি বিষয়ে অনেক বেশি অগ্রসর।’
সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে। সেই তথ্য সেবা কেন্দ্র থেকে গ্রামের একজন বৃদ্ধ মা প্রবাসী ছেলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারছে।’
পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩টি গ্রামে বিদ্যুৎ সংযোগ চালু ও ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অংশ নেন সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের সাংসদ শিরীন শারমিন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে শিরীন শারমিন বলেন, ‘সরকার নারী শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। বছররের শুরুতে ঘরে ঘরে পাঠ্য বই পৌঁছে দেয়া, মেয়েদের উচ্চশিক্ষায় উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মা-বোনদের দক্ষ জনশক্তিতে পরিনত করতেও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।’
জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন আরো বলেন, ‘সম্ভবত জুন মাসের ৪ তারিখ বাজেট অধিবেশন শুরু হবে। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, বাজেট আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। দিনে দিনে মানুষের উন্নয়নে চাহিদার জন্যই বাজেট বৃদ্ধি পাচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মেদসহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সোমবার সকাল সোয়া ১১টার দিকে পীরগঞ্জ পৌঁছান শিরীন শারমিন চৌধুরী। জেলা পরিষদ ডাকবাংলায় যাত্রা বিরতির পর তিনি লালদিঘীর ফতেপুরে প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। অনুষ্ঠান শেষে সৈয়দপুর থেকে বিমানযোগে ঢাকা রওনা হন।
অন্যান্য জেলা সংবাদ বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি শীর্ষ খবর