ঢাকাকে সুন্দর করে গড়ে তোলার প্রতিশ্রুতি আনিসুল ও খোকনের সংবর্ধনা

ঢাকাকে সুন্দর করে গড়ে তোলার প্রতিশ্রুতি আনিসুল ও খোকনের সংবর্ধনা

1431282322আবারো ঢাকাকে বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন ঢাকা উত্তর ও দক্রেশনের নবনির্বাচিত দুই মেয়র আনিসুল হক এবং সাঈদ খোকন।

গতকাল রবিবার রাজধানীর মহাখালীস্থ রাওয়া কনভেনশন হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় দুই মেয়র তাদের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, যে প্রতিজ্ঞা দিয়ে মেয়র নির্বাচিত হয়েছি, সমস্ত প্রজ্ঞা, প্রচেষ্টা ও সততা দিয়ে তা রক্ষা করার চেষ্টা করব। এজন্য সবার সহযোগিতা দরকার। কথা দিচ্ছি, একটি বাসযোগ্য সুন্দর শহর আপনাদের উপহার দেব।
পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উত্তরের মেয়র আনিসুল হক বলেন, নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমার নয়, গোটা ঢাকাবাসীর। আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দিতে পারেননি, সকলেই আমার কাছে সমান। তিনি বলেন, ঢাকার সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন সমাধান যাত্রা। এই সমাধান যাত্রায় আপনাদের আরও পাশে চাই।
দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়িয়েছি। তাই আমি জানি, এর সমস্যা কোথায়। হাজারো সমস্যার মধ্যেও ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলব। এজন্য আপনাদের সহযোগিতা চাই। কথা দিচ্ছি, একটি বাসযোগ্য সুন্দর শহর আপনাদের উপহার দেবো।
ঢাকা দক্ষিণের নবনির্বাচিত এ মেয়র বলেন, ঢাকার উন্নয়নকে আমরা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেখবো না। ঢাকাবাসীর সমস্যা সমাধানে সবাই এক হয়ে কাজ করব। রাজনীতি যার যার, মেয়র সবার।
বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম দুই মেয়রের উদ্দেশে বলেন, ঢাকা শহরের অনেক সমস্যা। এই সমস্যা সমাধানে আপনাদের কাজ করতে হবে। আপনারা স্মার্ট, তাই আমরা আশা করবো এই শহরটিকেও স্মার্ট করে তুলবেন, যানজটমুক্ত করবেন।
বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বলেন, ঢাকা শহরের মানুষ রাতে শান্তিতে ঘুমাতে চান আর নিরাপদে কর্মস্থলে যেতে চান। তাদের এই ছোট্ট চাহিদাটুকু পূরণে মেয়ররা সচেষ্ট হবেন- এই আশা করি।

বিটিএমএ’র সভাপতি তপন চৌধুরী বলেন, আমরা আশাকরি আপনারা ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন আনবেন। সেইসাথে সাধারণ মানুষের কথাও মনে রাখবেন। যাতে সকলে আপনাদের মনে রাখে।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি বিনোদন রাজনীতি শীর্ষ খবর