গাজীপুরের কালিয়াকৈরে ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরে এক নারী শ্রমিকের সন্তান জন্ম দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ২৪ মের মধ্যে ঘটনা তদন্ত করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই নারী শ্রমিককে ছুটি না দেওয়া এবং টয়লেটে তার সন্তান জন্ম দেওয়ার বিষয়টির ব্যাখ্যা দিতে কারখানার তিন কর্মকর্তাকেও তলব করা হয়েছে।
কর্মকর্তারা হলেন- অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, পরিদর্শক আজিজুর রহমান এবং সুপারভাইজার রতন মিয়া। তাদের ২৪ মে সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে হবে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
রোববার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কালিয়াকৈর উপজেলার অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার নারী শ্রমিক হামিদা আক্তার অন্তঃসত্ত্বা থাকায় শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কারখানার সুপারভাইজার রতন মিয়ার কাছে ছুটির আবেদন করেন। কিন্তু তাকে ছুটি না দিয়ে কাজে মনোযোগ দিতে বলেন ওই কর্মকর্তা। এতে তার অবস্থার অবনতি হলে তিনি কারখানার ভেতরের একটি টয়লেটে যান। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন ও একটি সন্তান জন্ম দেন। পরে তাকে ও নবজাতককে উপজেলার সফিপুর মডার্ন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
রোববার আদালতকে রাষ্ট্রপক্ষে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।