দেশ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে শান্তি ছিল। আমিই দেশে রাষ্ট্রধর্ম ইসলামের ঘোষণা দিয়েছিলাম।’
শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধুপুর গ্রামে জামি’আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খতমে বোখারি শরিফের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এরশাদ আরও বলেন, ‘দু’দলের কাছে দেশের মানুষ এখন জিম্মি। আমি যখন ক্ষমতায় ছিলাম, শুধু রক্তপাত এড়াতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম।’
জামি’আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ বোখারি শরিফের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।