জাতীয় পার্টিকে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে : এরশাদ

জাতীয় পার্টিকে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে : এরশাদ

ershadজাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
শান্তির জন্য নৈরাজ্যের বিরুদ্ধে পরিবর্তন আনতে জাতীয় পার্টির কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শ্রমজীবী ও সাধারণ মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যারা আন্দোলন করেছিল তারা ব্যর্থ হয়েছে।
শুক্রবার বিকালে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে আরো বক্তৃতা করেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি,আবদুল মান্নান , এস এম ফয়সাল চিশতি, গোলাম কিবরিয়া টিপু, এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ ।
হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কৃষির উন্নয়নে এবং পোশাক শিল্প বিকাশে তার সরকারের আমলের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পার্টি জনগণের কল্যাণে ও শান্তির জন্য রাজনীতি করে।
শ্রমিকদের জন্য দুটি উৎসব ভাতা এবং দুটি গ্র্যাচুইটিসহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, চাকুরির জন্য বিদেশ যাওয়ার কোন প্রয়োজন নেই। আমাদের সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শিল্প কারখানার বিকাশ ঘটাতে হবে।
আজ জাতীয় পার্টির পক্ষে পূর্ব দিগন্ত নতুন করে সূর্য উদিত হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, এই সূর্যকে ছিনিয়ে আনতে হলে জাতীয় পার্টির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।
পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু  যে কোন মূল্যে দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিবতর্নের জন্য প্রধান সিড়ি হলো নির্বাচন। আর তাই আগামী নির্বাচনের আগে পার্টিকে সুসংগঠিত করতে পারলেই জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে বলে তিনি মন্তব্য করেন ।
অন্যান্য জেলা সংবাদ রাজনীতি শীর্ষ খবর