শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণের আওতায় আনা হবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশগুলোতে মাল্টিমিডিয়ার ম্যাধ্যমে ক্লাশ নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ বছরের মধ্যে সকল উপজেলা প্রশাসনকে ব্রডব্যান্ডের আওতায় আনা হবে।
এর আগে মঙ্গলবার সকালে বেসরকারি একটি হেলিকপ্টারে করে তিনি প্রথমে ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজে আসেন। সেখানে ইউএনও এরশাদ আহসান হাবীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খোকন চৌধুরী, বিএনপি’র সভাপতি কাজি মুস্তফা, প্রভাষক রাকীব আহমেদ জুয়েল প্রমুখ।