নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে আজ বুধবার ক্ষুদ্রঋণবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ড. ইউনূসের প্রশংসা করে বক্তব্য দেন। এর আগে বিভিন্ন সময় অর্থমন্ত্রীকে ড. ইউনূসের সমালোচনা করতে দেখা গেছে।
আজকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস ক্ষুদ্রঋণের স্থপতি। দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে বিশেষ ধরনের এ ঋণ ব্যবস্থার অবদান রয়েছে।
ক্ষুদ্রঋণে এ দেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে মুহিত বলেন, নব্বইয়ের দশকে ব্যাপকভাবে সম্প্রসারিত হয় ক্ষুদ্রঋণ ব্যবস্থা। ঋণ ব্যবস্থাটি কিছুটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোচ্ছিল। তবে একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়িত্ব নেয় পিকেএসএফ, যাতে বিশ্বব্যাংক কার্যকর সহায়তা দেয়।
বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সামান্য কিছু টাকা ঋণ দিয়ে সাপ্তাহিক কিস্তিতে সুদসহ আবার ফেরত নেওয়ার মাধ্যমে ক্ষুদ্রঋণের কোনো সার্থকতা নেই, ঋণগ্রহীতারও তেমন উপকার হয় না। প্রয়োজনীয় ঋণ দিয়ে গ্রাহকদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।