নতুন মোড়কে বাজারে ব্ল্যাক হর্স

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব সফট ড্রিংকস ও এএসটি বেভারেজ লিমিটেড নতুন মোড়কে বাজারে নিয়ে এসেছে ‘ব্ল্যাক হর্স’ কার্বোনেটেড বেভারেজ ২৫০ এমএল ক্যান ও পিইটি বোতল। গতকাল রাজধানীর একটি হোটেলে নতুন এ পানীয়র মোড়ক উন্মোচন করেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ। এ সময় কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর আবদুল্লাহ আল রশিদ, গ্রুপ ডাইরেক্টর সামির আল রশিদ, ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ হোসেন, ডাইরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং খায়রুল আনামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, গ্লোব সফট ড্রিংকস ও এএসটি বেভারেজ বর্তমানে ইউরো কোলা, লাইচিনা, ইউরো লেমন, ইউরো অরেঞ্জ, ফিজআপ, রয়েল টাইগার, ম্যাংগোলি ম্যাংগো ড্রিংক উৎপাদন ও বাজারজাত করছে। বিশ্বের ২৫টি দেশে এ কোমলপানীয়গুলো রপ্তানি করা হচ্ছে। একই সঙ্গে আরও ৭ থেকে ৮টি দেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সর্বশেষ বছরে আমরা সাড়ে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছি। এ বছর ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলে আমি আশা করছি।

অর্থ বাণিজ্য