ইসলামী ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০১৪ সালে ১৫% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড দেয়া হবে। শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে ব্যাংকের দেশী-বিদেশী ডাইরেক্টরসহ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ই জুন ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্যাংকের মুদারাবা পারপিচুয়াল বন্ডের জন্য ২০১৪ সালে মুনাফার হার ১১.১৮% ঘোষণা করা হয়। ৮ বছর মেয়াদি মুদারাবা সঞ্চয়ী বন্ডের মুনাফা ৯.৬৮%-এর সঙ্গে প্রস্তাবিত ডিভিডেন্ডের হারের ১০% যোগ করে মুদারাবা পারপিচুয়াল বন্ডের বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়।

অর্থ বাণিজ্য