শ্রীনগরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম ফরিদ মোল্লা (৩৮)। সে দোহার উপজেলার রানীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। রোববার রাত দুইটার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পুরার বাগ এলাকায় এঘটনা ঘটে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, ওই দিন রাত পৌনে একটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পুরার বাগ গ্রামের মো. আজিমের বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ ভড়ি স্বর্ণালংকার, নগদ বিশ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন সেট লুটে নেয়। এসময় বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় আশপাশের গ্রামের লোকজন ডাকাত দলকে ধাওয়া করে ডাকাত ফরিদ মোল্লাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় জনতা ডাকাত ফরিদ মোল্লাকে গণপিটুনি দিয়ে তার দু চোখ উপরে ফেলে। গণপিটুনিতে গুরুতর আহত ফরিদ রাত দুইটার দিকে মারা যান। মৃত্যুর আগে সে তার পরিচয় নিশ্চিত করে আরও ৭ থেকে ৮ জন ডাকাতের নাম বলেছে বলে স্থানীয়রা জানায়। তাদের বাড়ি শ্রীনগর ও দোহার উপজেলায়।