আইফোন কেড়ে নেয়ায় দু’বার মাকে হত্যার চেষ্টা কিশোরীর

একটি আইফোনকে কেন্দ্র করে ১২ বছর বয়সী এক কিশোরী বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিল নিজ মাকে। একবার নয়, দুই বার চেষ্টা করে ব্যর্থ হয় সে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বৌল্ডার এলাকার বাসিন্দা ওই কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় প্রকাশ করা হয়নি। ২ বারই পানীয়ের সঙ্গে ব্লিচ মিশিয়ে মাকে হত্যার চেষ্টা করে সে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। প্রথমে মা ভেবেছিলেন, মেয়ে বুঝি ভালো করে গ্লাসটি ধোয়নি। সকালের নাস্তার সময় তিনি যখন চকোলেট দিয়ে বানানো ‘স্মুদি’ জাতীয় পানীয় পান করছিলেন, তখন ব্লিচের উৎকট গন্ধ নাকে আসে তার। আবার ঘটলো সেই ঘটনা। শোবার ঘরে যে পানির জারটি রাখা ছিল সেখান থেকেও এবার তিনি ব্লিচের গন্ধ পেলেন। সঙ্গে সঙ্গে তিনি মেয়েকে ডেকে ব্যাখ্যা চাইলেন। বৌল্ডার কমিউনিটি হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। পরে হাসপাতাল ছেড়েছেন তিনি এবং এখন সুস্থ আছেন বলে জানা গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, মা আইফোন কেড়ে নেয়ায় প্রতিশোধ নিতে ওই কিশোরী তাকে হত্যা করতে চেয়েছিল। বৌল্ডার কাউন্টির কিশোর বয়সীদের সংশোধন কেন্দ্রে আটক রাখা হয়েছে তাকে। ওই কিশোরীর বিরুদ্ধে মাকে দু’বার হত্যা চেষ্টার অভিযোগ গঠন করা হতে পারে। পুলিশ সার্জেন্ট বিল ক্রিস্ট বলেন, এর আগে কয়েকবার সে মাকে হত্যার পরিকল্পনা এঁটেছিল। এ ব্যাপারে একটি তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে বিচারকাজ পরিচালিত হবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি