দেশব্যাপী আরো টানা ৭২ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপির নেতৃ্ত্বাধীন ২০ দলীয় জোট। রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।
শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিএনপি ও ২০ দলের পক্ষ থেকে আমরা তাই দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেফতার বন্ধের দাবিতে ২২ মার্চ রোববার ভোর ৬টা থেকে ২৫ মার্চ বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী হরতাল আহ্বান করছি।
এ ঘোষণার মাধ্যমে টানা ৮ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসে হরতাল কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকার বাস্তবতা তৈরি হলো।