জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিক আর না নিক, পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা থেকে তাকে একচুলও ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মালিথাপাড়া, শামুখিয়া গ্রামে শনিবার সকাল ১১টায় প্রায় ২৫০ ঘরে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ইনু বলেন, এখন খালেদা জিয়া বলছেন, নির্বাচনে অংশ নিলেও তার কর্মসূচি অব্যাহত থাকবে। তার মানে উনি নির্বাচনেও অংশ নেবেন আবার আগুন সন্ত্রাসও চালাবেন। বাংলাদেশে রাজাকার ও আগুন সন্ত্রাসের সরকার আর হতে দেওয়া হবে না।
বাংলাদেশ পল্লী বিদুৎ সমিতি কুষ্টিয়ার আয়োজনে এই বিদ্যুতায়ন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও তার সহধর্মিণী নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মখলেছ গণি, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাপার (মঞ্জু) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ইনু বলেন, এখন খালেদা জিয়া বলছেন, নির্বাচনে অংশ নিলেও তার কর্মসূচি অব্যাহত থাকবে। তার মানে উনি নির্বাচনেও অংশ নেবেন আবার আগুন সন্ত্রাসও চালাবেন। বাংলাদেশে রাজাকার ও আগুন সন্ত্রাসের সরকার আর হতে দেওয়া হবে না।
বাংলাদেশ পল্লী বিদুৎ সমিতি কুষ্টিয়ার আয়োজনে এই বিদ্যুতায়ন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও তার সহধর্মিণী নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মখলেছ গণি, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাপার (মঞ্জু) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।