ক্যারিবীয়দের জয়  ৬ উইকেটে

ক্যারিবীয়দের জয় ৬ উইকেটে

নেপিয়ারের ম্যাকলিন পার্কে একাদশ বিশ্বকাপের ৪১তম ও নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় পায় ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন ড্যারেন ব্রাভোর স্থলাভিষিক্ত জনসন চার্লস। মিডলঅর্ডারে নামা জনাথান কার্টারও হাফসেঞ্চুরি করেন। তার ৫৮ বলে ৫০ রানের ইনিংসটিতে ছিল ৫টি চারের মার। আর দিনেশ রামদিন করেন ৩৩ রান। সংযুক্ত আরব আমিরাতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মনজুলা গুরুজ ও আমজাদ জাভেদ।

আজকের ম্যাচে জয়ের ফলে ছয় ম্যাচের তিনটিতে জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। এর ফলে কোয়ার্টার ফাইনালে যেতে হলে এখন ক্যারিবীয়দের তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ড ও পাকিস্তানের ম্যাচের দিকে। এ ম্যাচে যে হারবে তাদের সঙ্গে সামগ্রিক রানরেটে এগিয়ে থাকলেই তবে শেষ আটে যেতে পারবে ক্যারিবীয়রা। নেট রান রেটে অবশ্য পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তুলনায় পিছিয়ে আছে আইরিশরা। এডিলেড ওভালে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ এ ম্যাচটি চলছে।

এর টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৫ রানেই অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। শুরুতে ৪৬ রানেই ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও সপ্তম উইকেট জুটিতে দলের হাল ধরেন আমজাদ জাবেদ ও নাসির আজিজ। দু’জনের ১০৭ রানের চমৎকারপার্টনারশিপে ভর করে শেষ পর্যন্ত সবকটি উইকেটে হারিয়ে এ রান তুলতে সক্ষম হয় আমিরাত।

আমিরাতের হয়ে জাবেদ ও নাসির দু’জনই হাফ সেঞ্চুরি করেন। দলীয় ১৫৩ রানের ব্যক্তিগত ৫৬ রান করে আন্দ্রে রাসেলের বলে সাজঘরে ফেরেন জাবেদ। ৬০ রান করা আজিজকে ফেরান মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক জেসন হোল্ডার সর্বোচ্চ ৪টি উইকেট নেন। জেরম টেলর নেন ৩টি উইকেট। আর এন্ড্রু রাসেল ২টি ও মারলন স্যামুয়েলস নেন ১টি উইকেট।

খেলাধূলা