দক্ষিণ আফ্রিকার ১৪৬ রানের জয়

দক্ষিণ আফ্রিকার ১৪৬ রানের জয়

দ্রুত গতির ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারদের সামল দিয়ে পাক্কা ৪৭ ওভার ৩ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত হার মানলো সংযুক্ত আবর আমিরাত। ফলাফল ১৪৬ রানের বড় ব্যবধানে তাদের হার। আর এ জয়ে দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্টে পুল-বি’র দ্বিতীয় স্থান দখল করে নিলো।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৪১/৬, ওভার ৫০। ভিলিয়ার্স ৯৯, বেহারডিয়েন ৬৪ (অপরাজিত), মিলার ৪৯, রোসোউ ৪২, কোক ২৬। বোলিংয়ে আমিরাতের নাভিদ ৩/৬৩।

সংযুক্ত আরব আমিরাত: ১৯৫/১০। ৪৭ ওভার ৩ বল। স্বপ্নিল পাতিল ৫৭ (অপরাজিত), আনোয়ার ৩৯, আমজাদ ২১ ও নাভিদ ১৭। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স ৩ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট আরও নিয়েছেন মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার। একটি করে উইকেট পান জেপি ডুমিনি, ইমরান তাহির ও ডেল স্টেইন।

দলের হয়ে এ ম্যাচে একাই সর্বোচ্চ উইকেট (২টি) ও সর্বোচ্চ রান (৯৯) করায় ম্যাচ সেরা প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

খেলায় আমিরাতের টপ অর্ডার, মিডিল অর্ডার ও লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের সাজঘরে আসা-যাওয়ার ধারা ছিল অব্যাহত। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান স্বপ্নিল পাতিল ও শায়মান আনোয়ারের মধ্যকার ৬৩ রানের জুটি আমিরাতকে খানিক হলেও ম্যাচে লড়াকু মনোভাবে রাখে।

খেলাধূলা