ইরান আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে: ক্যামেরন

ইরান আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে: ক্যামেরন

ইরান পরমাণু বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া ইরানের এই ক্ষেপণাস্ত্র বৃটেনের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলেও বৃটিশ ‌এমপিদের সাবধান করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার দেশটির হাউজ অব কমন্সের এমপিদের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক বৈঠকে ক্যামেরন তাদের এ ব্যাপারে সতর্ক করেন।

বৈঠকে ক্যামেরন বলেন, আমি মনে করি ইরানের নির্মিতব্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শুধু ইসরাইলের জন্যই নয় বরং এটি পুরো ইউরোপিয় অঞ্চলের জন্যও সরাসরি হুমকি। কারণ এটি ওই অঞ্চলে পামাণবিক অস্ত্র প্রতিযোগীতা বাড়ায়ে দেবে। সেক্ষেত্রে বৃহ অর্থে বৃটেনও হুমকির মধ্যে পড়বে বলে তিনি মনে করেন বলে জানান।

ক্যামেরনের এই বক্তব্য এমন একটি সময়ে এলো যখন দেশটির মন্ত্রিসভা এমআই সিক্স প্রধান স্যার জন সায়ার ও সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যার কিম ডেরক্সকে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে কড়া নজর রাখার গোপন নির্দেশ দিয়েছে। এছাড়া ক্যামেরনের এই বক্তব্য পশ্চিমা অন্য দেশগুলোকেও ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ানোর একটি ঈঙ্গিত বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, এতদিন পশ্চিমা বিশ্বের ধারণা ছিলো যে ইরান মধ্যম রেঞ্জের অর্থাত মাত্র ১৫শ মাইলের হয়তো কোন ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম। কিন্তু মঙ্গলবার ক্যামেরনের এই বক্তব্যের পর এ বিষয়ে ইউরোপিয় নেতারা কি প্রতিক্রিয়া দেখান এখন সেটার দিকেই নজর রয়েছে সবার।

আন্তর্জাতিক