আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র বাণী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র বাণী

downloadজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পৃথিবীর সকল নারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রথম থেকেই সব ধরনের কাজে নারীদের অংশগ্রহণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদের অধিকসংখ্যক নারীদের উপস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে নারীর প্রতি বৈষম্য কমতে শুরু করেছে। তবে তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি।

তিনি আরো বলেন, জাতীয় জীবনে নারীর যথাযথ মর্যাদা ও স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বেশ কিছু আন্তর্জাতিক নীতি ও সনদে স্বাক্ষর করলেও এখনও পর্যন্ত কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি। আর এ জন্য দরকার দৃষ্টি ভঙ্গির পরিবর্তন, রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় প্রত্যয়ের।

এ দিনে বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, নারী পুরুষের সমতা নিশ্চিতের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে এবং নারীর অগ্রগতির মাধ্যমেই দেশের অগ্রগতি সুনিশ্চিত হবে।

অন্যান্য আন্তর্জাতিক জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর