ম্যাককালামের ২১ বলে ফিফটি

অকল্যান্ডে অস্ট্রেলিয়ার দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে  স্বাগতিক নিউজিল্যান্ড। ৮.১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭৯ রান।
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও ঝড়ো গতিতে ব্যাটিং শুরু করে। তবে ৪০ রানের মাথায় মিচেল স্টার্কের বলে ১১ রান করে ফিরে যান মার্টিন গাপটিল।
একপাশে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ব্রেন্ডন ম্যাককালাম। ২১ বলে ফিফটি করেই অবশ্য কিউই অধিনায়ক ফিরেছেন প্যাট কামিন্সের শিকার হয়ে।
১ রান পর ৭৯ রানের মাথায় স্টার্কের বলে বোল্ড হয়ে গেছেন রস টেলরও।
খেলায় এখন মধ্যাহ্ন বিরতি চলছে।
এর আগে কিউইদের পেস আর স্পিনের সমন্বিত আক্রমণে মাত্র ১৫১ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ট্রেন্ট বোল্ট ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
ভেট্টরি ও সউদির শিকার ২ উইকেট করে।  অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেট কিপার ব্রাড হাডিন।
খেলাধূলা