অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক দলসমূহের যেসব অঙ্গ সংগঠন রয়েছে সেগুলো সরকার নিয়ন্ত্রণ করে না।
বুধবার অর্থমন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রায়ত্ত ব্যংকগুলোতে ক্ষমতাসীন ও বিরোধী দলের দু’ সংগঠনের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জিয়া পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ এদেরকে কি আমরা নিয়ন্ত্রণ করি?’
এ সময় কাজ ফেলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করাটাকে ‘সার্বিকভাবে সরকারের শৃঙ্খলার অভাব’ (ওভারঅল ইন্ডিসিপ্লিন অব দ্য গভর্নমেন্ট) বলে মন্তব্য করেন তিনি।