বাংলাদেশের প্রথম ডিজিটাল মিডিয়া আর্কাইভ র্যাপিড পিআর পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার প্রতিনিধিদলটি এ আর্কাইভ পরিদর্শন করে।
বিশ্বব্যাংকের পক্ষে মিডিয়া মনিটরিংয়ে অবদান রাখার জন্য এবং একই সঙ্গে বিশ্বের বিপুল মিডিয়া চ্যানেল মনিটরিং করার যোগ্যতা দেখে র্যাপিড পিআরের প্রশংসা করে প্রতিনিধিদল।
এছাড়া বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের মিডিয়া মনিটরিং করার জন্য র্যাপিড পিআরকে বিশেষভাবে ধন্যবাদ জানান দলের সদস্যরা।
এ প্রতিনিধিদলে ছিলেন কমিউনিকেশন অফিসার মেহরীন মাহবুব, কনসালটেন্ট এমএ মাজিদ ও কনসালটেন্ট নাওমী আহমেদ । র্যাপিড পিআরের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম শেখর প্রতিনিধিদলকে র্যাপিড পিআর-এর বিভিন্ন শাখা ঘুরে ঘুরে দেখান।
প্রতিনিধিদল ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে র্যাপিড পিআরের যৌথ কাজের প্রত্যয় ব্যক্ত করেন।