৮ মার্চ: রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার

৮ মার্চ: রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার

একাত্তরের এই দিনে আন্দোলন-সংগ্রামে উত্তাল সারাদেশ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই বাঙালি স্বাধীনতার ডাক পায়। ফলে তার সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির নির্দেশে পুরোপুরি পাল্টে যায় পুরো দেশের চিত্র। বঙ্গবন্ধুর নির্দেশ পালনে উত্তাল বাংলায় বিদ্রোহ-সংগ্রামের তরঙ্গ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।

৭ মার্চের ভাষণ রেডিওতে প্রচার না করায় ক্ষোভে ফেটে পড়ে বাঙালি। আন্দোলন শুরু করে বেতারকর্মীরাও। ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…’ রেডিওতে প্রচার করে।

বঙ্গবন্ধুর নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কেবল বেতন নেওয়ার জন্য দুই ঘণ্টা খোলা রাখা হয় ব্যাংক।

তবে বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন চলতেই থাকে। আগের মতোই উত্তাল জনতা মিটিং-মিছিলে প্রকম্পিত করে রাখে সারাদেশ।

এসময় স্বাধীনতা আন্দোলনের জন্য স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামের আগের পাকিস্তান বাদ দিয়ে শুধু ছাত্রলীগ রাখা হয়।

অন্যদিকে ৮ মার্চ থেকে দেশের সব প্রেক্ষাগৃহে পাকিস্তানের পতাকা প্রদর্শন, জাতীয় সঙ্গীত বাজানো এবং উর্দু ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ