কূটনীতিক খুন: সৌদি সরকারকে সামলাতে রিয়াদ যাচ্ছেন দীপু

কূটনীতিক খুন: সৌদি সরকারকে সামলাতে রিয়াদ যাচ্ছেন দীপু

ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খুন হওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতি সামলাতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অনির্ধারিত সফরে রোববার রিয়াদ যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আগামী বুধবার জার্মানির হামবুর্গে সমুদ্রআইন বিষয়ক আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় দেওয়ার সময় সেখানে উপস্থিত থাকার কথা।

জার্মানির ওই কর্মসূচির সঙ্গে মিলিয়ে রিয়াদ ঘুরে লন্ডন হয়ে দীপু মনি হামবুর্গ পৌঁছাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি নির্ধারণের জন্য এরইমধ্যে বিশেষ বার্তা ঢাকা থেকে পাঠানো হয়েছে।

সোমবার মধ্যরাতের দিকে গুলশানে নিজ বাসার সামনে খুন হন সৌদি দূতাবাসের কনস্যুলার শাখার দ্বিতীয় সচিব খালাফ আল আলী। তার খুনের এখনও কোনও কারণ অনুসন্ধান করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একদিকে মানবতাবিরোধী অপরাধীদের বিচার এবং অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রফতানি কমে যাওয়া পুরো বিষয়ের মধ্যে এই কর্মকর্তার খুন সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

ওই কর্মকর্তা খুনের পর সৌদি আরবের পক্ষ থেকে সতর্ক মন্তব্য করে ঘটনার দ্রুত তদন্ত ও বিচার চাওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন বলে সূত্রের খবর।

সবকিছু সামলাতে সৌদি সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে সরকারের শীর্ষ পর্যায় থেকে দীপু মনিকে এখনই সৌদি আরব যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্র জানায়।

বাংলাদেশ