‘রাজা সূর্য খাঁ’ আসছে ৯ মার্চ

‘রাজা সূর্য খাঁ’ আসছে ৯ মার্চ

ঢালিউডে ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকাল খুব কম ছবিই নির্মিত হয়। ঐতিহাসিক কাহিনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত না হওয়ার কারণ হলো ব্যয়বহুল আয়োজন। চলচ্চিত্রের চলতি ব্যবসায়িক মন্দায় প্রযোজকরা বিগ বাজেটের ছবি নির্মাণের ঝুঁকি নিতে চান না বলেই নির্মিত হচ্ছে না ঐতিহাসিক। তবে অনেকদিন পর ঢালিউডে মুক্তি পাচ্ছে এ রকম একটি ছবি ‘রাজা সূর্য খাঁ’। আগামী ৯ মার্চ ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে গাজী মাহবুব পরিচালিত এই বিগ বাজেটের পোশাকী ছবিটি।

ত্রিয়াস মুভিজের ব্যানারে নির্মিত বিশাল ক্যানভাস ও বিগ বাজেটের ছবি ‘রাজা সূর্য খাঁ’ প্রযোজনা করেছেন এসএ সুলতান। তারকা সমৃদ্ধ এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যাশিং হিরো খ্যাত সোহেল রানা। ছবিতে আরো অভিনয় করেছেন কবরী, ববিতা, উজ্জ্বল, পূর্ণিমা, নিরব, কাজী মারুফ, টেলিসামাদ, কাজী হায়াত, ইলিয়াস কোবরা ও আরো অনেকে। তারকাবহুল এ ছবির কাহিনী লিখেছেন এসএ সুলতান, চিত্রগ্রহণ হাসান আহমেদ, সংলাপ গাজী জাহাঙ্গীর, সম্পাদনা আমজাদ হোসেন, নৃত্য মাসুম বাবুল ও ইমদাদুল হক খোকন এবং প্রধান সহকারী পরিচালনায় গাজী নূর আলম।

‘রাজা সূর্য খাঁ’ ছবিটির কাহিনীধারায় দেখা যাবে পরাধীন একটি রাজ্য সুদীর্ঘকাল ধরে সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এরপর দেশের সিংহাসনে আরোহণ করে রাজা সূর্য খাঁ। রাজা ছিল প্রজাহিতৈষী এক শাসক। তার একমাত্র কন্যা চাঁদ সুলতানাকে প্রতারণার মাধ্যমে বিয়ে দেয়ার প্রয়াস চালায় রাজার ঘরের শত্রুরা। ক্ষমতালিপ্সু ভাই মুস্তাকিম খাঁর ষড়যন্ত্রে রাজা নিহত হন। দুঃশাসন দেখা দেয় রাজ্যের মধ্যে। এক সময় চাঁদ সুলতানা রাজ্য উদ্ধার করে।

‘রাজা সূর্য খাঁ’ ছবির প্রযোজক ও ত্রিয়াস মুভিজের কর্ণধার প্রযোজক এসএ সুলতান বাংলানিউজকে জানান, বিমান বাহিনীতে কর্মরত থাকার সময় তিনি রাজা সূর্য খাঁকে নিয়ে একটি  নাটক রচনা করেন।  প্রথমে এটাকে টিভিনাটক হিসেবে নির্মাণের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত ছবিই নির্মাণ করেছেন। ছবিটির পান্ডুলিপি তৈরি করতে তাকে গোটা টিম নিয়ে দীর্ঘ প্রায় তিন বছর গবেষণা চালাতে হয়েছে বলে তিনি জানান।

বিনোদন