আসছে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’

আসছে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’

মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানে চ্যানেল আই বরাবরি ভূমিকা রেখে আসছে। আর মুক্তিযুদ্ধ চেতনাকে জাতির কাছে পরিচয় করে দেবার ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের এবারের আয়োজন ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। মেজর কামরুল হাসান ভূঁইয়া (অবঃ)- এর গবেষনা ও উপস্থাপনায় এবং জামাল রেজার প্রযোজনায় এ অনুষ্ঠানটি সাজানো হবে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ও রনাঙ্গঁণের নৈপুন্যতার কথা নিয়ে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক এ অনুষ্ঠানটি প্রচার উপলক্ষে ৬ মার্চ মঙ্গলবার চ্যানেল আই ভবনে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেজর কামরুল হাসান ভূঁইয়া (অবঃ) ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।  এছাড়াও কয়েকজন মুক্তিযোদ্ধা বীর প্রতীক এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন কাজী আবদুস সাত্তার বীর প্রতীক, মেঃ জেনারেল মোঃ মাসুদুর রহমান বীর প্রতীক,  মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, লেঃ কর্ণেল জাফর ইমাম বীর বিক্রম, মেঃ জেনারেল আমীন আহমেদ চৌধুরী বীর বিক্রম, মেজর তাহের আহমেদ বীর প্রতীক, কর্ণেল আকরাম আহমেদ বীর উত্তম, কর্ণেল শাহবাব আহমেদ বীর উত্তম, মিজানুর রহমান খান বীর প্রতীক, মেজর মোঃ আলী আশ্রাফ বীর প্রতীক, মেজর ডা. আক্তার আহমেদ বীর প্রতীক, হাবিবুল আলম বীর প্রতীক, শেখ আবদুল মান্নান বীর প্রতীক, হেলাল বীর প্রতীক।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তেব্যে ফরিদুর রেজা সাগর বলেন- মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, অহংকার, স্বপ্ন। মহান মুক্তিযুদ্ধকে সবসময় আমাদের হৃদয়ে ধরে রাখতে চাই। মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনার জন্য কামরুল হাসানকে ধন্যবাদ।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন-  স্বাধীনতার সময় আমি মাত্র ৩ দিনের শিশু। জন্মের ১৫ দিনের মাথায় আমার পরিবার আমাকে নিরাপদে রাখতে আগরতলা পালিয়ে গিয়েছিলো। সেদিন যদি আমাকে নিয়ে আমার পরিবার নিরাপদ আশ্রয়ে না যেত আজ এ আমি হয়তো এখানে বসে থাকতাম না। স্বাধীনতার স্মৃতি রক্ষায় তাই আমি সবসময় এগিয়ে আসতে চাই। আমার প্রতিষ্ঠানেরও  এ বিষয়ে আগ্রহ থাকবে অটুট। এ অনুষ্ঠানে আমার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার জন্য চ্যানেল আই ও সকল মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ।

এরপর সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের উপস্থাপক কামরুল হাসান ভূঁইয়া অনুষ্ঠানটি সম্পর্কে  বিস্তারিত জানান। তিনি বলেন- মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেই অনুষ্ঠানের বিভিন্ন দিক সাজানো হবে । ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত ভাষার জন্য যুদ্ধ কেমন ছিলো, স্বাধীনতায় নারী শিশু সহ সাধারন মানুষের ভূমিকা, সাধারণ মানুষের স্বাধীনতার স্মৃতিকথা এমনকি প্রতিবেশি দেশগুলো কিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন এমন অনেক বিষয় নিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি। এছাড়াও গোটা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বিশেষ আলোচনার ব্যবস্থা থাকবে।

এসময় কামরুল হাসান ভূঁইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত বীর সেনাদের পরিচয় করিয়ে দেন। বীর সেনারা আবেগাল্পুত কন্ঠে যুদ্ধের সময়ের একে একে নিজেদের স্মৃতিকথা অল্প কথায় প্রকাশ করেন। সবাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি জানান। আর এ ধরনের উদ্দ্যোগের জন্যে চ্যানেল আই ও কামরুল হাসান ভূঁইয়াকে সবাই ধন্যবাদ জানান।

‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ অনুষ্ঠানটি ৭ মার্চ থেকে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন ৬.৪৫ মিনিটে সন্ধ্যা ৭ টার সংবাদের আগ মুহূর্তে প্রচার করা হবে। প্রবাসী দর্শকদের কথা ভেবে অনুষ্ঠানটি প্রতিদিন ৩ বার প্রচারের পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বিনোদন