গ্রেনেড হামলার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের সমর্থন না পেয়ে সহিংসতাকারীরা পেট্রোল বোমার পরিবর্তে গ্রেনেড হামলার পরিকল্পনা করছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
রোববার সকালে সচিবালয়ের আইন মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী পেট্রোল বোমা হামলাকারী, হুকুমদাতা ও অর্থ জোগানদাতাদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করারও নির্দেশ দেন। বিচারের দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক দিয়ে যাতে সন্ত্রাসীরা বেরিয়ে যেতে না পারে সেজন্য সতর্ক থাকার কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, আইনের পদ্ধতি কিভাবে আরো সহজ করা যায় সেটা ভাবতে হবে। রাজনৈতিক আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করার সংস্কৃতি দেশে কখনোই ছিল না।