বৈশাখী টেলিভিশনে প্রচার হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফোর্থ ক্লাস সোসাইটি। ২৬ পর্বের এই নাটকটির শেষ পর্ব প্রচার হচ্ছে ৭ মার্চ বুধবার রাত ৮টায়। রওনক হাসানের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন নওমী কামরুন বীধূ। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।
‘ফোর্থ ক্লাস সোসাইটি’-এর শেষ পর্বে দেখা যাবে সোসাইটির সদস্যদের নির্বাচন হয়েছে। সবাই এক ছাদের নিচে এসে দাঁড়িয়েছে। নিজেদের ভালো মন্দের জন্যে আর ঝগড়া ফ্যাসাদ না করে একসঙ্গে মিলিত হয়েছে। একে অন্যের বিপদে এগিয়ে যাওয়ার জন্যে একদল একমত হয়। নির্বাচনে ড্রাইভার সাত্তার জয়ী হয়। ড্রাইভার সাত্তার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকে আরো অভিনয় করেছেন পরিচ্ছন্নকর্মী চরিত্রে মিলন, কনস্টেবল চরিত্রে জয়রাজ, দুধওয়ালা চরিত্রে সাজু খাদেম, হিজরা চরিত্রে শাহীন, দারোয়ান পিয়াল, বাসার কাজের বুয়া চরিত্রে নাদিয়া, মৌসুমী নাগ, ঋতু সাত্তার, টুনটুনি। এছাড়াও নাটকে আরো অভিনয়ে আছেন শাহেদ, বন্যা মির্জা, নিসাসহ আরো অনেকে।
এ মাসেই চ্যানেল নাইনে প্রচার হবে সাইফ চন্দনের পরিচালনায় একক নাটক ‘আমি তুমি তুমি আমি আমি..’। নাটকটি রচনা করেছেন রওনক হাসান। এতে অভিনয় করেছেন রওনক, বিন্দু ও শখ।
এপ্রিল এবং মে মাসে দুটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন সাইফ চন্দন। এর একটির নাম ‘আঁকাবাঁকা’ এবং অন্যটির নাম ‘এ্যাডভেঞ্চার অব ছাপাখানা গলি’। দুটিই সামাজিক গল্প নির্ভর। প্রথমটি গ্রামীণ প্রেক্ষাপটে এবং অন্যটি শহুরে প্রেক্ষাপট।
সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ নামের চলচ্চিত্রের স্ক্রীপ্টের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই ছবির জন্যে একটি গানও লেখা হয়েছে। এপ্রিলে ছবির গানের মহরত অনুষ্ঠিত হবে।