চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ী লটমণি এলাকার জঙ্গি প্রশিক্ষণের একটি ক্যাম্প আবিষ্কারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে বিপুল অস্ত্রসহ পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে বলে দাবি র্যাবের।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে লটমণির পাহাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব।
সোহেল মাহমুদের ভাষ্য, ওই পাহাড়ি এলাকার জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে আটক হওয়া পাঁচ জঙ্গি এবং উদ্ধার করা অস্ত্র নগরের পতেঙ্গার র্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র গণনা করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবের্যাব-৭।