‘খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন’

‘খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন’

shajahanনৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের শাপলা চত্বরে মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া মানুষ হত্যা করছেন। তিনি ঘুমিয়ে আছেন অথবা বধির হয়ে গেছেন। তাই মানুষের কান্নার শব্দ তার কানে যায় না।’
খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন বলে উল্লেখ করে নৌমন্ত্রী আরো বলেন, ‘রাজনীতির নামে অরাজনীতিক ব্যক্তিদের শিকারে পরিণত করা হচ্ছে। খালেদার নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা কঠিন হাতে মোকাবেলা করা হবে।’
সবাইকে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন,’এ দেশে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কখনোই পাকিস্তানের আশা পূরণ হবে না। আমরা প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত দিয়ে দেশকে নাশকতা ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করবেন।’
নাশকতা ও সন্ত্রাসের প্রতিবাদে মতিঝিল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মিছিল করে। মিছিলপূর্ব সমাবেশে নৌমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শিরিণ আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ সভাপতি ইসমত কাদের গামা প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনারে যাওয়ার সময় দুপুর ১২টার দিকে পল্টন মোড়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয়ের সামনে মিছিলটিতে একটি ককটেল নিক্ষেপ করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। মিছিলকারীরা ঘটনাস্থলের পাশের একটি ভবন থেকে বোমা হামলা করা হয়েছে মনে করে ভবনটিতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
উল্লেখ্য, এর আগে সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করতে যাওয়ার সময় গুলশান ২ নম্বর মোড়ে শাজাহান খানের নেতৃত্বে সমন্বয় পরিষদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ২৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান শাজাহান খান।

 

রাজনীতি শীর্ষ খবর