ঢাকায় মহাসমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য না দিতে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের এক আলোচনা অনুষ্ঠানে তিনি বিরোধীদলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “১২ মার্চের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না। আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। তবে সরকারের বিরুদ্ধে কোনো মনগড়া অভিযোগ এনে যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করবেন না।”
“জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে সরকার চুপ থাকবে না”, যোগ করেন মন্ত্রী।
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের ডাক দিয়েছে চারদলীয় জোট। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার নানাভাবে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব- এমন মন্তব্য করে দীপু মনি বলেন, “এ সরকারের আমলে গত তিন বছরে যতোগুলো নির্বাচন হয়েছে, সবগুলোই সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচনও স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। আপনারা স্বচ্ছ নির্বাচনের জন্য অপেক্ষা করুন।”
মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু অনেকেই তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত রয়েছেন।”
ভবিষ্যতে নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৮ জন বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধার হাতে যুব কমান্ডের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।
অন্যদের মধ্যে সংসদে সরকার দলীয় প্রধান হুইপ মির্জা আযম, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।