যেখানে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে বাংলাদেশ

যেখানে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে বাংলাদেশ

sakib 23খেলার ফলাফলে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে ক্রিকেটে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়ে কিন্তু টাইগাররাই।

শুধু অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো স্ট্রোক প্লেয়ারে ভরা দল থেকেও।
২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের মাটিতে খেলা একদিনের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছে শুধুমাত্র ভারত।
এই সময়ের মধ্যে ঘরের মাঠের ৭২ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৪ মেরেছেন ২৭৪৩টি, আর ছক্কা ৪২৫টি। বাউন্ডারিতে রান করার তালিকায় শীর্ষে থাকা ভারত এই সময়ের ৭৩ ম্যাচে ৩৪৪১টি চার আর ৬৪৬টি ছয়ের শট খেলেছে।
ভারতের সবচেয়ে বেশি বাউন্ডারি হওয়ায় বড় অবদান গত চার বছরে রোহিত শর্মা-শেওয়াগদের খেলা চারটি ডাবল সেঞ্চুরি।
ভারত, বাংলাদেশের পরের অবস্থানটি শ্রীলংকার। ৭২ ম্যাচে ২৬০৯ চারের পাশাপাশি লংকান ব্যাটসম্যানরা ৩১২টি চারের মেরেছেন।
আর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারও পরে। ৬৭ ম্যাচে ৩৫৫ ছয় দিয়ে লংকানদের চেয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে চারের হিসেবে (২৪৬১)। অবশ্য ছয়ের হিসেবে ভারতের পরই দ্বিতীয় নম্বরে আছে নিউজিল্যান্ড।
আবার সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাকে টপকে গেছে সংযুক্ত আরব আমিরাত।
তালিকার চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পরের অবস্থান গুলোতে আছে যথাক্রমে ইংল্যান্ড (চার ২৪৪৪, ছয় ৩৩৫), নিউজিল্যান্ড (চার ২২৪২, ছয় ৫০৩), সংযু্ক্ত আরব আমিরাত (চার ২০৬৩, ছয় ৩৫৯), ওয়েস্ট ইন্ডিজ (চার ১৭১৮, ছয় ৪৯৬), জিম্বাবুয়ে (চার ১৬৫৮, ছয় ৩২২), দক্ষিণ আফ্রিকা (চার ১৩৯৩, ছয় ২৮৪) এবং আয়ারল্যান্ড (চার ৭২৯, ছয় ১০৩)।

 

খেলাধূলা