রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা নেই: প্রধানমন্ত্রী

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা নেই: প্রধানমন্ত্রী

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মানুষক উন্নত জীবন ও দারিদ্রমুক্ত করতে চেষ্টা করছি আমরা। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা থাকলে কথা ছিল। আমরা শিক্ষায় উত্তরণ করতে চাই।”

বৃহস্পতিবার দুপুর ১২টায় ওসমানী মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “শিক্ষায় আমরা উন্নতি করেছি। ব্যাপক উন্নতি করেছি। জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আমরাও তার ধারাবাহিকতা রক্ষা করেছি। ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছি।”

প্রধানমন্ত্রী বলেন, “৬ জানুয়ারি থেকে হরতালের নামে হত্যা শুরু হয়েছে। যাদের হাতে বই তুলে দিয়েছি তাদের অপরাধ কি? তারাই তো দেশের ভবিষ্যত।”

বাংলাদেশ শীর্ষ খবর