নাইজেরিয়ায় বোমা হামলায় ৪০ জন নিহত

নাইজেরিয়ায় বোমা হামলায় ৪০ জন নিহত

naijeriyassনাইজেরিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক তিনটি হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কোন জঙ্গি সংগঠন এখন পর্যন্ত এ হামলাগুলোর দায় স্বীকার করেনি। কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ অঞ্চলগুলোতে তেমন সক্রিয় নয়। এ খবর দিয়েছে অনলাইন বারনামা।

এর আগে গতকাল বর্নো প্রদেশের বিউ অঞ্চলে বেসামরিক ও সামরিক বাহিনীর একটি যৌথ চেকপোস্টে তিনটি বোমা হামলা চালানো হয়। এতে ৩৬ জন নিহত হয়। এর অধিকাংশই শিশু পোশাক বিক্রেতা ও ফকির।

রিভার্স প্রদেশের ওকরিকা অঞ্চলে বিরোধী দলের একটি সমাবেশে হামলার ঘটনায় এক পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আরও ৪ পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। ওই সমাবেশের ওপর প্রতিবেদন করতে যাওয়া এক সাংবদিককে ছুরিকাহত করা হয়।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব প্রদেশের পোটিস্কামে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। একটি রেস্টুরেন্টের ভেতর এ হামলা চালানো হয়। এতে ম্যানেজারসহ ৩ জন নিহত এবং কর্মচারী ও খদ্দেরসহ ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক