১০ বিঘা জমি কিনে ১৮১ একরের নকশা পাস!

১০ বিঘা জমি কিনে ১৮১ একরের নকশা পাস!

আট-দশ বিঘা জমি কিনে ১৮১ একর জমির ওপর রাজউকের নকশা পাস করিয়ে নিয়েছে বেসরকারি আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডিডিএল নতুন ধারা। মুক্তধারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ওই জমি দখল করে এখন তারা সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলার চেষ্টা করছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তধারা বহুমুখী সমবায় সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সদস্যরা এ অভিযোগ করেন।

সদস্যরা অভিযোগ করে বলেন, ‘রাজধানীর সাঁতারকুল, ভাটারা সুতিভোলা মৌজায় সমবায় সমিতির জমিতে ছোট ছোট ঘরবাড়ি তৈরি করে সেখানে সমিতির সদস্যরা বসবাস করছেন। কিন্তু ২০০৬ সালে আকস্মিকভাবে ওই এলাকার ফাঁকা জমিতে বিডিডিএল বেশ কিছু সাইনবোর্ড টাঙিয়ে বিজ্ঞাপন প্রচার করতে থাকে। পরে সেখানে মাটি ভরাট শুরু করে। এক পর্যায়ে মুক্তধারা বহুমুখী সমবায় সমিতির সদস্যদের প্রতিরোধে তারা পিছু হটে।’

সদস্যরা আরো অভিযোগ করেন, সর্বশেষ ২০০১ সালের ৮ ডিসেম্বর বিডিডিএল জালিয়াতি করে ওই জমির ভুয়া জাল দলিলপত্র তৈরি করে ১৮১ একর জমির ওপর রাজউক থেকে নতুন ধারা আবাসিক প্রকল্পের অনুমোদন নেয়। রাজউকের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় তারা এ কাজ করতে সমর্থ হয়। অথচ ওই স্থানে তাদের আট-দশ বিঘার বেশি জমি নেই।

সমিতির সদস্যরা এ ঘটনায় বিডিডিএল ও রাজউকের অসাধু কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে সমিতির নেতা হাজি সাঈদুর রহমান, হাজি আবু সাঈদ, আবু নাসের ভূঁইয়া, হাজি সিদ্দিকুর রহমান, নূর মোহাম্মদ জাহাঙ্গীর ও গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্যসহ সমিতির আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ