অস্ট্রেলিয়ায় আবারো বন্যা, আক্রান্তদের সরিয়ে নেওয়া হচ্ছে

অস্ট্রেলিয়ায় আবারো বন্যা, আক্রান্তদের সরিয়ে নেওয়া হচ্ছে

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। বন্যার হুমকির কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি শহর থেকে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, নিউ সাউথ ওয়েলসের ওয়াগা ওয়াগা শহর থেকে প্রায় ৯ হাজার লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহর লাগোয়া মারামবিজে নদীর পানি বিপদ সীমার ১০.৯ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শহর রক্ষাকারী বাধটি যে কোন সময় ধ্বসে পড়তে পারে।

শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বন্যার পানি ইতিহাসের সবচেয়ে বেশী উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেনা, পুলিশ ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো ইতিমধ্যেই মানুষকে সরিয়ে নিয়ে শহর খালি করা শুরু করেছে।

বিগত কয়েকদিন ব্যাপী টানা ভারী বর্ষণে অস্ট্রেলিয়ার তিনটি প্রদেশ বন্যা উপদ্রুত হয় । বন্যায় এখন পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়া রাজ্যও বন্যা আংশিকভাবে আক্রান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সাংবাদিকদের বলেন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে সামরিক বাহিনী মোতায়েন করা হবে।

নিউ সাউথ ওয়েলসের জরুরী সেবা সার্ভিসের সহকারী কমিশনার ডায়টার জেসকে বলেন, যদি বাধ ভেঙ্গে পানি ওয়াগা ওয়াগাতে প্রবেশ করে তাহলে বাসিন্দাদের বাড়ি ঘরে অবস্থান ঝুঁকিপূর্ণ হবে। এজন্য তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক