তুরস্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণ

তুরস্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণ

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সোমবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোগানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে বোমাটি বিস্ফোরিত হয়। আঙ্কারার কিজিলাই জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাত্র ৩০ মিটার দূরে সোমবার সকালে বিস্ফোরণটি ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিস্ফোরণস্থলের কাছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের গাড়ি পার্কিংয়ের স্থানে দ্বিতীয়বার হামলার আশঙ্কায় পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। ওই বিস্ফোরণে আদালতের একজন কর্মকর্তা আহত হয়েছেন।

বোমা বিশেষজ্ঞরা বলছেন, যে ধরনের বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে তার শব্দ খুব জোরে হয় কিন্তু এর ধ্বংসক্ষমতা খুব কম।

তুরস্কে এর আগেও অনেকবার বোমা হামলার ঘটনা ঘটেছে। সেসব হামলার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদী, আল কায়েদা বা কট্টর ডান ও বামপন্থীদের দায়ী করা হয়। তবে এবারের হামলায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে ইস্তাম্বুলে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) প্রধান কার্যালয়ের কাছে হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক আহত হয়।

গত সেপ্টেম্বরে আঙ্কারায় বড় ধরনের হামলায় তিন জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়। গত বছরের মে তে ইস্তাম্বুলের ইতিলার জেলায় বোমা বিস্ফোরণে আট জন মানুষ আহত হয়েছিল।

গত সেপ্টেম্বরের হামলার দায় স্বীকার করেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

আন্তর্জাতিক