২০০৮ সালে অর্থনৈতিক মন্দা মোকাবিলায় অবহেলার অভিযোগে আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী গিয়ার হার্ডে বিচারের মুখোমুখি হচ্ছেন।
হার্ডের সময়ে অর্থনৈতিক দূরাবস্থার কারণে আইসল্যান্ডের প্রধান তিনটি ব্যাংক বন্ধ হয়ে যায়।
আইসল্যান্ডকে বাঁচাতে তৎকালীন সরকারের ব্যর্থ প্রয়াসের ফলশ্রুতিতে ব্রিটেন ও নেদারল্যান্ডসের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তথন থেকেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূ্রণের বিতর্ক সামনে চলে আসে যা এখনো বিদ্যমান।
তবে হার্ডে তার অভিযোগ অস্বীকার করে একে ‘রাজনৈতিক হয়রানি’ বলে অভিহিত করেছেন। বিচারে আসল বিষয় বেরিয়ে আসবে বলে তার আশা।
মামলাটি আইসল্যান্ডের ল্যান্ডসডোমার কোর্টে পরিচালিত হবে। মন্ত্রিপরিষদ সদস্যদের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য গঠিত একটি বিশেষ বডি এই মামলা পরিচালনা করবে। এর আগে অবশ্য কোনো মামলার শুনানিই এ আদালতে হয়নি।
তবে আইস্যল্যান্ডের অনেকে মনে করছেন হার্ডে আসলে বলির পাঁঠা হয়েছেন। অন্যরা বলছে, দেশে অর্থনৈতিক মন্দা পরবর্তী পরিস্থিতিতে জাবাবদিহিতার প্রয়োজন আছে।