ঘূর্ণিঝড় ইরিনায় মাদাগাস্কারে নিহতের সংখ্যা ৬৫ জনে উন্নীত

ঘূর্ণিঝড় ইরিনায় মাদাগাস্কারে নিহতের সংখ্যা ৬৫ জনে উন্নীত

আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের ওপর দিয়ে গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৬৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া তিনজন এখনও নিখোঁজ।

সাইক্লোন ইরিনা বলে অভিহিত ভারত মহাসাগরীয় এই মৌসুমি ঝড়ের আঘাতে সবচেয়ে বেশী আক্রান্ত হয় দ্বীপটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইফানাদিয়ানা জেলা। বেশীরভাগ লোকের প্রাণহানি এখানেই সংঘটিত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

মাদাগাস্কারের ন্যাশনাল ব্যুরো অফ ক্যাটাসট্রফি সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়। তবে সংস্থাটি আর বিস্তারিত কিছু জানায়নি।

গত সপ্তাহের শেষে ৪ মার্চ তারিখে বয়ে যাওয়া এই ঝড়ে ওই সময় মাত্র ১ জন নিহত হয়েছিলো বলে এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিলো।

মৌসুমি ঝড় ইরিনা মাদাগাস্কারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকেও আঘাত হানে।

ঝড়ে মোজাম্বিকে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।

এছাড়া দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়। সেখানে কোন কোন ঢেউ তিন মিটারেরও বেশি উচ্চতায় সৈকতে আছড়ে পড়ে। সকল জাহাজকে বন্দরে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

আফ্রিকার দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরীয় এলাকায় চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মত ঘূর্ণিঝড় আঘাত হানলো। গত মাসেও সাইক্লোন জিওভান্না নামের একটি মৌসুমি ঝড় আঘাত হানলে প্রায় ৩৫ জন নিহত হওয়ার পাশাপাশি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মাদাগাস্কারে ঝড়ের মৌসুম মূলত শুরু হয় নভেম্বরে। ফেব্র্রুয়ারি পর্যন্ত স্থায়ী এই মৌসুমে দুর্যোগের কারণে দেশটিতে প্রতি বছরই বহু লোক হতাহত হওয়া সহ সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে থাকে।

আন্তর্জাতিক