একটি সন্দেহজনক সামরিক স্থাপনাতে জাতিসংঘের পরমাণু পরিদর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইরান। ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে বিতর্কিত পারচিন সামরিক কমপ্লেক্সে পরিদর্শকদের প্রবেশ করতে দেবে ইরান।
সামরিক স্থাপনাটিতে ইরানের কার্যক্রম নিয়ে এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা প্রধান উদ্বেগ প্রকাশ করার পরপরই ইরান এই সিদ্ধান্ত গ্রহণ করলো।
সংবাদমাধ্যমটি মঙ্গলবার জানায় ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় প্রেরিত ইরানের কূটনৈতিক মিশন তাদেরকে নিশ্চিত করেছে ‘আইএইএ’র পরিদর্শকরা সামরিক স্থাপনাটি পরিদর্শন করতে পারবে।
তবে সামরিক ঘাঁটিতে ঢোকার অনুমতি পেলেও সংস্থার পরিদর্শকরা যত্রতত্র ঢু দেওয়ার অনুমতি পাবে না বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গত ফেব্রুয়ারিতে আণবিক শক্তি সংস্থার প্রতিনিধিদল ইরান সফরের সময় পারচিনে প্রবেশের অনুমতি চাইলেও ইরান সে সময় তাদের প্রত্যাখ্যান করে।
তবে ইরান কবে নাগাদ পরিদর্শকদের আমন্ত্রণ জানাবে তা জানানো হয়নি। এদিকে এ ব্যাপারে এখনও আণবিক শক্তি সংস্থা এবং ইরানের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার সংস্থার প্রধান ইউকিয়া আমানো সোমবার বলেন, ইরান তার উচ্চ প্রযুক্তির সমৃদ্ধ ইউরেনিয়ামের মাসিক উৎপাদন তিনগুণ বৃদ্ধি করেছে।
বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচিকে সামরিক প্রয়োজনে ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার উদ্বেগ প্রকাশের একদিন পরই ইরান সংস্থার পরিদর্শকদের সামরিক স্থাপনাটিতে ঢুকতে দেওয়ার ব্যাপারে আপত্তি তুলে নিলো বলে জানায় সংবাদমাধ্যমটি।