ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার ইসরাইলের আছে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার ইসরাইলের আছে: নেতানিয়াহু

পরমাণু কর্মসূচি রুখতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার ইসরাইলের আছে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউজে ইরান বিষয়ে এই দুই নেতার মধ্যে বৈঠকে নেতানিয়াহু এ কথা বলেন।

ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া ইসরাইলের স্বার্বভৌমতের অধিকার উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তারা চান ইরান যেন অনতিবিলম্বে তার পরমাণূ কমসূচি বন্ধ করে।

নেতানিয়াহুর মন্তব্যের প্রেক্ষিতে ওবামা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রও ইরান বিষয়ে সব ধরনের ব্যবস্থার সম্ভাবনা সংরক্ষণ করে। তবে তিনি এ বিষয়ে কুটনৈতিক সমাধানে বিশ্বাসি এবং এরজন্য আরো সময় প্রয়োজন বলেও জানান।

ওবামা ইরানকে উদ্দেশ্য করে বলেন, তারা নিশ্চই বুঝতে পারছে আমি কোন ভ্রান্ত পলিসি নিয়ে এগুচ্ছি না। আমার পলিসি শুধু তাদের পরমাণূ অস্ত্র তৈরি থেকে নিবৃত্ত রাখা। তিনি এ বিষয়ে ইসরাইলকে আরো ধৈর্য্য ধরতে বলেন। এবং ভবিষ্যতেও ইসরাইলকে সব বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলেও নেতানিয়াগুকে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত হওয়া ওবামা এবং নেতানিয়াহু বৈঠক নিয়ে বিশ্বের সকল মিডিয়া ও মানুষের আগ্রহ ছিলো তুঙ্গে। কারণ ইরানের পরমাণূ কর্মসূচি রুখতে ইসরাইল গ্রীস্মে ইরান আক্রমণ করতে পাওে বলে একটি জনশ্রুতি রয়েছে।

আন্তর্জাতিক