ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধে নিহত সেনাদের স্মরণে জাদুঘর নির্মাণ করা হবে বলে ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেস ক্রিচনার।।
জাদুঘরটি নির্মাণে প্রায় দুই কোটি ডলার ব্যয় হবে বলে জানা যায়। ২০১৩ সালের আগস্ট মাসে জাদুঘরটিকে উদ্বোধন করা হবে বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট।
আর্জেন্টিনা তার দক্ষিণ উপকূলের নিকটবর্তী আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপূঞ্জের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। তারা এই দ্বীপকে মালভিনাস বলে অভিহিত করে। আগামী এপ্রিল মাসে ফকল্যান্ড যুদ্ধের বার্ষিকী সামনে রেখে দ্বীপটির ওপর সার্বভৌমত্বের দাবি জোরদার করেছে আর্জেন্টিনা।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ফার্নান্ডেজ কির্চনার বলেছিলেন, তিনি ফকল্যান্ডের সঙ্গে দক্ষিণ আমেরিকার বিমান যোগাযোগ চুক্তি পুনঃবিবেচনা নিয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা করতে চান। বর্তমানে ফকল্যান্ডের সঙ্গে শুধুমাত্র চিলির একটি সাপ্তাহিক ফ্লাইট চালু রয়েছে।
এর আগে ব্রিটেন ও আর্জেন্টিনার কূটনৈতিক উত্তেজনা আরো জোরদার হয় যখন আর্জেন্টিনার শিল্পমন্ত্রী তার দেশের কোম্পানিগুলোর প্রতি ব্রিটিশ পণ্য না কেনার আহ্বান জানান।
এদিকে ব্রিটেন জানিয়ে দিয়েছে তারা দ্বীপটির ওপর তাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। যতক্ষণ পর্যন্ত দ্বীপবাসী নিজেদের ব্রিটিশ মনে করবে ততদিনই দ্বীপটি ব্রিটিশ শাসনে থাকবে বলেও জানিয়ে দেয় তারা।
দুই দেশই আগামী ২ এপ্রিল ১৯৮২ সালে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধের ৩০তম বার্ষিকী পালন করবে। ছয়দিনের যুদ্ধে ৬৪৯ আর্জেন্টেনীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি ব্রিটেনের ২৫৫ সেনা নিহত হয়। এছাড়া ফকল্যান্ডের অধিবাসী তিন বেসামরিক নাগরিকও এ সময় নিহত হয়।