ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী

hasina1হরতাল-অবরোধে পেট্রলবোমায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল নয়টা ৩৫ মিনিটে তিনি  সেখানে যান।  প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দগ্ধ ৬৩ জনের পরিবারের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

বার্ন ইউনিটের কর্মকর্তারা জানান, আগুনে দগ্ধ হয়ে বর্তমানে ৫৩ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬৩ জন।

বাংলাদেশ শীর্ষ খবর