অধরা মাধুরীর খোঁজে হন্যে হয়ে নামবে ইংল্যান্ড

অধরা মাধুরীর খোঁজে হন্যে হয়ে নামবে ইংল্যান্ড

newzilandঅস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কঠিন বাইশগজে এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধ। ছোট-বড়-মাঝারি শক্তি মিলিয়ে মোট ১৪দলীয় আসর। কিন্তু কারা দৌড়োবেন বিশ্বজয়ের জোরালো দাবিদারের তকমা গায়ে চাপিয়ে! ফেভারিট দলগুলির সম্ভাবনার সন্ধানে এই প্রতিবেদন। আজ ৩য় পর্বে থাকছে বিশ্বকাপের সবচেয়ে ট্র্যাজিক টিম ইংল্যান্ড।

ইংল্যান্ডের জন্য বিশ্বকাপ এক চরম হতাশার আসর। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৯২- মোট চারবার ফাইনালে উঠেও বারবার দূরে সরে গিয়েছে মহার্ঘ মুকুট জয়ের স্বপ্ন। সেই সুদীর্ঘ যন্ত্রণার হাত থেকে মুক্তির খোঁজেই ২০১৫ বিশ্বকাপে যাত্রা শুরু করবেন ফিন, অ্যান্ডারসন, মরগান, ব্রডরা।

এ পর্যন্ত ১০ বার বিশ্বকাপে অংশ নিয়ে ইংল্যান্ড খেলেছে মোট ৬৬টি ম্যাচ। যার মধ্যে জিতেছে ৩৯টি, হেরেছে ২৫টি, একটি টাই এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। উপমহাদেশের বুকে ২০১১-র বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবারের বৃটিশ ব্রিগেডকে ঘিরে আশার কোন খামতি নেই। আইসিসি-র ওয়ান ডে তালিকায় ৫নম্বরে থাকা ইংল্যান্ড ফায়দা তুলতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটের। ফর্মে না থাকা অ্যালিস্টার কুকের পরিবর্তে বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ইয়ান মরগান। গত বছর শ্রীলঙ্কা সফরের সময় থেকেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। দারুণ ফর্মে আছেন প্রতিভাবান অলরাউন্ডার মঈন আলীও। পাশাপাশি আবার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন ইয়ান বেল। জস বাটলার, জো রুটও ভাল ফর্মে আছেন। এছাড়া দলে আছেন বোলার ক্রিস ওকস, যিনি ডেথ ওভারগুলোতে ভাল বল করে থাকেন। ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের পর দলের হাল ধরতে পারেন ত্রিদেশীয় সিরিজে চমক দেখানো স্টিভেন ফিন।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেদেরকে ভালোভাবে ঝালিয়ে নিতে পেরেছে ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও ব্যাটিং-বোলিং দুই বিভাগেই যথেষ্ট ভারসাম্যের নিদর্শন রেখেছে কোচ পিটার মুরসের দল। বিশ্বকাপে গ্রুপ-এ’তে ইংল্যান্ডের প্রতিপক্ষ দলগুলি হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। মেলবোর্নে ১৪ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংলিশরা।

শক্তি: সবুজ বাউন্সি উইকেটে সেরাটা মেলে ধরার দক্ষতা। তাছাড়া দলের তিন-চারজন ক্রিকেটার ধারাবাহিক ভাবে ফর্মে রয়েছেন। ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই শক্তির গভীরতাও রয়েছে।

দুর্বলতা: একটু বেশি তারুণ্য নির্ভর দল। অ্যালিস্টার কুক, বেন স্টোকস বিশ্বকাপ টিমে জায়গা না পাওয়ায় অভিজ্ঞতার ঘাটতিতে ভুগতে হতে পারে।

কাজের ঘোড়া: ইয়ান মরগান ও ইবেল ব্যাট হাতে যেকোন সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। অলরাউন্ড দক্ষতায় নায়ক হয়ে উঠতে পারেন তরুণ মঈন আলীও। আর ব্রিটিশ বোলিংকে সামনে থেকে পথ দেখানোর জন্য রয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের মতো দুই অভিজ্ঞ পেসার।

খেলাধূলা